Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন : মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী। 

মিশন : স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষন মূলধন সৃজন, আধুনিক প্রযুক্তি, বিদ্যমান সুযোগ ও সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আত্ননির্ভশীল পল্লী।

আমাদের অর্জন সমূহ: বিআরডিবি’র চলমান কর্মপ্রয়াসের অংশ হিসেবে গত ০৩ (তিন)  বছরের ৫টি মানব সংগঠন সৃষ্টির মাধ্যমে পল্লীর জনগনকে উন্নয়নের জন্য সংগঠিত করা ০.০১৬০৫ লক্ষ জন সুফলভোগীকে ঋণ প্রদান, ০.১৬২০ কোটি টাকা উপকারভোগীদের নিজস্ব মূলধন গঠন ০.০০৪৮ লক্ষ সুফলভোগীকে বিভিন্ন উৎপাদনমুখী ও আয়বর্ধনমূলক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান, মূলধন সহায়তা হিসেবে ৪.২৪৮ কোটি টাকা ঋণ বিতরণ, আদায়যোগ্য ঋণ হতে ৪.২৪৮ কোটি টাকা ঋণ আদায় করা হয়েছে। বর্তমানে এ সকল কার্যক্রম বাস্তবায়নে মূলকর্মসূচির পাশাপশি মোট ০৪টি বার্ষিক কর্মসূচিভূক্ত প্রকল্প চলমান রয়েছে।

সাম্প্রতিক কর্মকান্ড: ১। অনানুষ্ঠানিক মানব সংগঠন সৃষ্টি ও আনুষ্ঠানিক মানব সংগঠন সক্রিয়করণ ২। উদ্বুদ্ধকরণ এবং আয়বর্ধনমূলক ও দক্ষতাউন্নয়ন প্রশিক্ষণ , ৩। উপকারভোগীদের মূলধন সৃষ্টি ও এর ব্যবস্থাপনা, ৪। কৃষি ঋণ , ক্ষুদ্র ঋণ বিতরণ ও এর ব্যবস্থাপনা, ৫। বিভিন্ন অংশীজনদের মাঝে পল্লী উন্নয়ন কার্যক্রমের সনন্বয় সাধন, ৬। পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।